ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে ঈদুল ফিতরের নামাজ চলাকালে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে ২ মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে।
আফগানিস্তানের শাফাকনা বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, বাগলান প্রদেশের প্রাচীন উপশহর নাহরাইনে সংঘটিত ওই সন্ত্রাসী বোমা হামলায় ২ জন নিহতসহ আরও ১৪ জন মুসল্লি আহত হয়েছেন।
এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
