ঈদের দিনও রাজু ভাস্কর্যে ছাত্রলীগের পদবঞ্চিতদের অবস্থান

ইসলাম টাইমস ডেস্ক: ছাত্রলীগের আন্দোলনরত পদবঞ্চিতরা ঈদের মধ্যেও অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। বুধবার (৫ জুন) ঈদের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশেই চলছে তাদের অবস্থান কর্মসূচি।

আমরা ১১তম দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি এমন কথা জানিয়ে ছাত্রলীগের গত কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক উপসম্পাদক আল মামুন বলেন, কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ আদায় করেছি। ভিসি স্যার (অধ্যাপক আখতারুজ্জামান) আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। সবকিছুর পরেও আমরা কলঙ্কমুক্ত ছাত্রলীগ চাই।

আমাদেরও ইচ্ছা ছিল পরিবারের সঙ্গে ঈদ করার এমন কথা জানিয়ে আন্দোলনকারীদের মুখপাত্র রাকিব হোসেন বলেন, আমরা জোর দাবি জানিয়েছিলাম ঈদের আগেই যেন বিতর্কিতদের বাদ দিয়ে কমিটি পুনর্গঠন করা হয়। কিন্তু তারা (কেন্দ্রীয় ছাত্রলীগ) আন্তরিক ছিল না। বিতর্কিতদের ঈদ করার সুযোগ দিয়ে আমাদের পরিবারের বাইরে করাল। আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।

পূর্ববর্তি সংবাদরাজধানীর রাস্তাগুলোতে জলজট
পরবর্তি সংবাদশাওয়ালের ছয় রোযা সারা বছর রোযা রাখার সমতুল্য