ইসলাম টাইমস ডেস্ক: ঈদের দিনেও রক্ত ঝরল ভারত-শাসিত কাশ্মীরের পুলওয়ামা জেলায়। সন্দেহভাজন বন্দুকধারীদের অতর্কিত হামলায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন এক ব্যক্তি।
ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, আজ বুধবার জেলার সিঙ্গো-নারওয়াল এলাকার একটি গ্রামে সাধারণ নাগরিকদের ওপর আচমকা আক্রমণ চালায় একদল বন্দুকধারী। হামলাকারীদের গুলিতে ঘটনাস্থলেই মারা যান নিগিনা বানো নামে এক নারী। ওই নারীর স্বামীও ২০১৭ সালে এক হামলায় নিহত হন।
এ ছাড়া মো. সুলতান নামে এক ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
তবে কোন সংগঠন এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনো কোনো তথ্য দিতে পারেনি ভারতের আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। দেশটির সেনা ও পুলিশ যৌথভাবে ওই এলাকায় তল্লাশিতে নেমেছে। এখনো পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।
পুলওয়ামায় সিআরপিএফ গাড়িবহরে আত্মঘাতী হামলায় গত ১৪ ফেব্রুয়ারি ৪০ জন জওয়ান নিহত হন। সে ঘটনায় সারা বিশ্বে হইচই পড়ে গিয়েছিল।
