ইসলাম টাইমস ডেস্ক: প্রবল বৃষ্টি মাথায় নিয়েই মুসল্লিরা ঈদগাহে এসেছেন। বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করেছেন ঈদুল ফিতরের নামাজ নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মানুষ।
অনেক মুসল্লিই ভিজে ভিজে মসজিদে এসেছেন৷ বৃষ্টির কারণে বহু ঈদগাহ ময়দান পরিত্যেক্ত হওয়ায় মসজিদে ঈদের নামাজের আয়োজন করা হয়েছে।
শুধু ঢাকা নয়, দেশের দক্ষিণাঞ্চলেও বৃষ্টিপাত হচ্ছে। তবে, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে এখনো বৃষ্টি শুরু হয়নি বলে জানা গেছে৷
