খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ, অনুমতি পাননি নেতারা

ইসলাম টাইমস ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আজ পরিবারের সদস্যরা দেখা করেছেন। তবে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দলের নেতাদের দেখা করার অনুমতি দেওয়া হয়নি।

আজ বুধবার ভাই শামীম ইস্কান্দর, তাঁর স্ত্রী, ছেলেমেয়েসহ সাত সদস্যের একটি প্রতিনিধিদল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিনে সাক্ষাৎ করেন।

তবে খালেদা জিয়ার সঙ্গে নেতাকর্মীদের দেখা করতে না দেওয়া কারাবিধির লঙ্ঘন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুপুরে খালেদা জিয়ার আইনজীবী এহসানুর রহমান গণমাধ্যকে জনান, ‘বিএনপির চেয়ারপারসনের বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবার নিয়ে লন্ডনে অবস্থান করছেন। প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পরিবারও দেশের বাইরে রয়েছে। ফলে দেশে নিকটাত্মীয় ভাই শামীম এস্কান্দারের পরিবারের সদস্যরাই খালেদা জিয়ার সঙ্গে ঈদের দিন দেখা করতে পেরেছেন।’

পূর্ববর্তি সংবাদমসজিদ নেগারায় মালয়েশীয়ার প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায়
পরবর্তি সংবাদ৬২১ নম্বর কেবিনে ফাতেমাকে নিয়ে ঈদ করছেন খালেদা জিয়া