ইসলাম টাইমস ডেস্ক: মালয়েশিয়ানদের উদ্দেশে দেশটির প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ বলেছেন, বিদেশি শ্রমিকদের নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে দিন। যারা দেশব্যাপী কঠোর পরিশ্রম করেছেন, কোন বাধা ছাড়াই যেন তারা ঈদ উদযাপন করতে পারে।
মঙ্গলবার ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, মালয়েশিয়ানরা রায়া (ঈদ) উদযাপনের সময় নানা উৎসব এবং খাবার উপভোগ করতে পারছেন। আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে বিদেশী শ্রমিক ছাড়া এমন একটি দরিদ্র রাষ্ট্র কখনো উন্নত হতো না।
তিনি বলেন, প্রকৃতপক্ষে আমরা যে অনেক আশীর্বাদ পেয়েছি তা আমাদের নিজেদের প্রচেষ্টা নয়, অন্যের প্রচেষ্টায়।
