মসজিদ নেগারায় মালয়েশীয়ার প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায়

ইসলাম টাইমস ডেস্ক: নতুন পোশাকে মসজিদ নেগারায় মালয়েশীয়ার প্রধানমন্ত্রীসহ জড়ো হন অনেক মানুষ। সবাই যে মালয়েশিয়ার নাগরিক, তা নয়। ফিলিস্তিন, ইরাক, আফগানিস্থান, সিরিয়া, ভারত, ইন্দোনেশিয়াসহ নানান দেশের নানান জাতের মানুষ আছেন সেই দলে।

আছেন অনেক বাংলাদেশিও। বিদেশে থাকলেও তাদের মন পড়ে রয়েছে বাংলাদেশে। তাদের কাছে ঈদ মানে বিদেশে বসে দেশের স্মৃতিচারণা।

বুধবার মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় রাজধানী কুয়ালালামপুরে জাতীয় মসজিদ (নেগারায়) সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়।

মসজিদ নেগারায় নামাজে অংশ নেন রাজা আল সুলতান রিয়াত উদ্দিন আল-মোস্তাফা বিল্লাহ শাহ ইবনে সুলতান হাজী আহমাদ শাহ আল মোস্তাইন বিল্লাহ, প্রধানমন্ত্রী ডা. তুন মাহাথির মোহাম্মদ, স্বরাষ্ট্রমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন।

নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের পর মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন। মালয়েশিয়ানরা ঈদ মোবারক জানান সারা বিশ্বের মুসলমানদের।

পূর্ববর্তি সংবাদকৃষকদের ঘরে ঈদ আনন্দ নেই: মির্জা ফখরুল
পরবর্তি সংবাদখালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ, অনুমতি পাননি নেতারা