রাজধানীর রাস্তাগুলোতে জলজট

ইসলাম টাইমস ডেস্ক: ঈদের ছুটিতে রাজধানীর রাস্তাগুলো ফাঁকা থাকলেও আজ (৫ জুন) সকাল থেকে বৃষ্টিপাতের কারণে বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলজট।

জানা যায়, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, পল্টন, গুলিস্তান, চানখারপুলসহ ঢাকার বিভিন্ন সড়কে পানি জমে গিয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, আজ ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত রাজধানীতে ৩৬.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

“এখনো আকাশ মেঘলা থাকায় বৃষ্টিপাত বিকাল পর্যন্ত হতে পারে,” বলেও জানান তিনি।

পূর্ববর্তি সংবাদখালেদার মুক্তির দাবিতে রিজভীর নেতৃত্বে বৃষ্টিভেজা মিছিল
পরবর্তি সংবাদঈদের দিনও রাজু ভাস্কর্যে ছাত্রলীগের পদবঞ্চিতদের অবস্থান