ইসলাম টাইমস ডেস্ক: দেশে সুশাসন না থাকার কারণে চাঁদ দেখা নিয়ে এত বিভ্রান্তি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথমে বৃহস্পতিবার ঈদের দিন ঘোষণার পর রাত ১১টার দিকে আজ বুধবার ঈদ ঘোষণার জন্য সরকারের কঠোর সমালোচনা করেছেন তিনি।
ঈদের দিন আজ সকালে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘সুশাসন না থাকলে যা হয়, তাই হয়েছে। উনারা ৮টা-সাড়ে ৮টার মধ্যে বললেন, চাঁদ দেখা যায়নি। ঈদের তারিখও বলে দিয়েছেন, বৃহস্পতিবার ঈদ হবে। বলা হলো, কোথাও চাঁদ দেখা যায়নি। এগারোটার দিকে তারা সিদ্ধান্ত সংশোধন করলেন। ধর্ম প্রতিমন্ত্রী নিজেই বললেন, কোথাও থেকে তারা খবর পেয়েছেন, ঈদ হবে। এতে করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়, তারা ভোগান্তিতে পড়েন।’
তিনি অভিযোগ করে বলেন, ‘এই সরকার, জনগণের কষ্টের ব্যাপারগুলো কোনও দিন সঠিকভাবে উপলব্ধি করেনি, করার প্রয়োজনও মনে করে না। সে কারণেই জনগণের ভোগান্তি হয়, কষ্ট পায়।’
বিএনপির মহাসচিব বলেন, ‘এ সরকারের সবচেয়ে বড় সমস্যা, জনগণের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। তাদের কোনও জবাবদিহিতা নেই। যদি দায়িত্বহীনতা থাকে, দায়িত্বশীলতা না থাকে, তাহলে এ ধরনের ঘটনা ঘটবেই। তাদেরকে তো জনগণের কাছে জবাব দিতে হয় না। তারা একটি নির্বাচন করেছে, যেই নির্বাচনে জনগণের কোনও প্রয়োজন ছিল না। এরপর তারা দেশ চালাচ্ছেন অন্যায় ও বেআইনিভাবে।’
