ইসলাম টাইমস ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বুধবার সৌদি আরবের বাদশা সালমানকে ফোন করেছেন বলে জানা গেছে। ফোনালাপে তাঁরা পরষ্পরের শুভকামনা করেন।
আরব নিউজ জানায়, ঈদ উপলক্ষে প্রেসিডেন্ট এরদোগান ফোন করায় বাদশা সালমান তাকে ধন্যবাদ জানান এবং পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, রমযান মাসের শেষ দিকে সৌদি আরবে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান যোগ দেননি। গণমাধ্যম সে খবর গুরুত্ব দিয়ে প্রচার করে। এতে করে দুই দেশের সম্পর্কের শীতলতা নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ে। এর মধ্যেই ঈদ উপলক্ষে দুই দেশের রাষ্ট্রপ্রধানের ফোনালাপ ও শুভেচ্ছা বিনিময়ের খবর পাওয়া গেল।
