ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ একমাত্র দেশ যেখানে নির্বাচিত সরকার নাই। প্রতিটি দেশে নির্বাচিত সরকার আছে। জনগণকে বাইরে রেখে তো দেশ চলতে পারে না।’
আজ বৃহস্পতিবার নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করার সময় সাংবাদিকদের এসব কথা বলেন আমীর খসরু।
আমীর খসরু বলেন, ‘মানুষের যখন মালিকানা কেড়ে নেবেন, মৌলিক অধিকার, ভোটাধিকার কেড়ে নিয়ে জোর করে ক্ষমতায় বসে নিপীড়ন নির্যাতনের মাধ্যমে দেশ পরিচালনা করবেন—সেক্ষেত্রে এটা বিএনপির ব্যাপার না সব নাগরিকের বিষয়। বাংলাদেশের জনগণ সেজন্য বসে থাকতে পারে না। এটা বাংলাদেশে বহুবার প্রমাণিত হয়েছে। এবারও হবে।’
খসরু আরো বলেন, ‘দেশের জনপ্রিয় নেত্রীকে জেলে রেখে জনগণ কি শান্তিতে দেশে ঈদ করতে পারে? দেশের সাধারণ মানুষ আইনের শাসনবিহীন গণতন্ত্রবিহীন একটি নিযার্তিত অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে।
