ধামরাইয়ে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকার ধামরাইয়ে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন।

ঈদের দিন বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক বান্দু মোল্লা (৪০) সাভার উপজেলার কাঠগড়া এলাকার রবিউল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মানিকগঞ্জগামী একটি প্রাইভেটকার ঢাকা-আরিচা মহসড়কের ধামরাইয়ের বাথুলি বাসস্ট্যান্ডে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ভিলেজ লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন প্রাইভেটকারের চালক।

গোলরা হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

পূর্ববর্তি সংবাদভারতের পশ্চিমবঙ্গে ফের তৃণমূলকর্মী খুন
পরবর্তি সংবাদবিদায় রমযান, বিদায় ঈদ : কী পেলাম, কী হারালাম