সিরাজগঞ্জে ঋণের দায়ে কৃষকের আত্মহত্যার অভিযোগ

ইসলাম টাইমস ডেস্ক: ঋণের দায়ে সিরাজগঞ্জের তাড়াশে রহিচ উদ্দিন (৪০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত রহিচ তাড়াশের বারুহাস ইউনিয়নের বস্তুল গ্রামের বাসিন্দা।

ঋণগ্রস্ত রহিচ সামাজিক ও পারিবারিকভাবে হেয় হয়ে ঈদের দিন বিকেলে গ্যাস ট্যাবলেট খেয়ে নিজ বাড়িতে আত্মহত্যা করেন।

খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ রাতে তার লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে জেলা সদরের হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ইউডি মামলার পর ময়নাতদন্ত শেষে দুপুরের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোক্তার হোসেন রহিচের পরিবারের বরাত দিয়ে জানান, ঋণের কিছু টাকা পরিশোধের জন্য কয়েকদিন আগে রহিচ একটি অটোরিকশা ও একটি গরু বিক্রি করেন। কিন্তু ঋণের পরিমাণ বেশি হওয়ায় পুরোপুরি শোধ করতে পারেননি তিনি। এসব নিয়ে পরিবার ও স্থানীয়ভাবে দ্বন্দ্ব তৈরি হওয়ায় ক্ষোভে তিনি আত্মহত্যা করেছেন।

তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহম্মেদ জানান, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদবিদ্বেষ উসকে দেয় এমন সব ভিডিও সরিয়ে নেয়ার ঘোষণা ইউটিউবের
পরবর্তি সংবাদজনগণকে বাইরে রেখে তো দেশ চলতে পারে না: আমীর খসরু