সিরাজগঞ্জে প্রাইভেট কার উল্টে নিহত ২

ইসলাম টাইমস ডেস্ক: সিরাজগঞ্জে প্রাইভেটকার উল্টে দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুন) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিনচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক ফরিদপুর জেলার ভাজানডাঙ্গা গ্রামের জালাল মোল্লার ছেলে রুবেল মোল্লা (৩০) এবং যাত্রী একই জেলার বোয়ালমারি উপজেলার কম্বেলশ্বর্দী গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে এমারত হোসেন (৪৫)।

দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী। তিনি বলেন, ঢাকা থেকে ফরিদপুরগামী প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো-ব-৩৫-৯৩১৮) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালক ও যাত্রী প্রাণ হারান।

প্রসঙ্গত, এ নিয়ে ঈদের আগে ও পরে সিরাজগঞ্জের মহাসড়কে দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানির ঘটনা ঘটলো।

 

পূর্ববর্তি সংবাদবিদায় রমযান, বিদায় ঈদ : কী পেলাম, কী হারালাম
পরবর্তি সংবাদকে এই মিয়ানমারের ভয়ঙ্কর বৌদ্ধ উইরাথু