ইসলাম টাইমস ডেস্ক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন,খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আদালতের এখতিয়ার।বৃহস্পতিবার বিকেলে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
তিনি বলেন, ড.কামাল জনগণকে বিভ্রান্ত করার জন্য কত কিছুই বলে থাকেন, তাদের সাথে জনগণের কোন সম্পৃক্ততা নাই। তাছাড়া খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আদালতের এখতিয়ার।
উক্ত অনুষ্ঠানে তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখী-সুন্দর সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের মধ্যে কেউ শৃঙ্খলা ভঙ্গ করে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
