ত্রিদেশীয় সফর শেষে আগামীকাল দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: তিন দেশে সফর শেষে আগামীকাল শনিবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী কাল সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী গত ২৮মে জাপানের রাজধানী টোকিও যান। জাপান সফর শেষে প্রধানমন্ত্রী যান সৌদি আরবে। সৌদিতে তিন দিনের সফর শেষে শেখ হাসিনা গত ৩ জুন জেদ্দা থেকে হেলসিনকি পৌঁছেন। এটি তার ত্রিদেশীয় সফরের তৃতীয় ও চূড়ান্ত সফর। ফিনল্যান্ডে সরকারি সফর শেষ করে আগামীকাল দেশে ফিরবেন বাংলাদেশের সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর বক্তব্য লেখক মো. নজরুল ইসলাম জানান, কাতার এয়ারলাইন্সের একটি বিমান ফিনল্যান্ড সময় সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে দোহার উদ্দেশে হেলসিনকি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

কাতারের রাজধানী দোহায় কিছুক্ষণের যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ার লাইনন্স-এর একটি ভিভিআইপি ফ্লাইটে সেখান থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

বিমানটি আগামীকাল সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

পূর্ববর্তি সংবাদমালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
পরবর্তি সংবাদযুক্তরাষ্ট্র ফিলিস্তিনের অধ্যাপককে ইসরায়েলের হাতে তুলে দেয়ায় হামাসের নিন্দা