ইসলাম টাইমস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। এছাড়া এসময় মারাত্মক আহত হয়েছেন আরও পাঁচ জন।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দুবাইয়ে মোহাম্মদ বিন জায়েদ সড়কে (আল রাশিদিয়া) এ দুর্ঘটনা ঘটে। বাসটি পার্শ্ববর্তী দেশ ওমান থেকে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে।
দুবাই পুলিশ এক টুইট বার্তায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা কবলে পড়া বাসটিতে ৩১ জন যাত্রী ছিল। আহতদের দুবাই আল রশিদ হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। এছাড়াও নিহতরা বিভিন্ন দেশে নাগরিক বলে জানায় পুলিশ।
