ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তার বিষয়ে সরকার উদাসীন অথবা অন্যকোন নীল নকশা অনুযায়ী কাজ হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, বৃহস্প্রতিবার ভোরে বিএসএমএমইউ’র প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় রেজিষ্টারের কক্ষের সামনে থেকে বোমা উদ্ধারের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই সংবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গভীরভাবে উদ্বিগ্ন।
বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দেশনেত্রী বিএসএমএমইউতে চিকিৎসাধীন আছেন। দেশের এই বরেণ্য রাজনীতিবিদ বিএসএমএমইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় প্রশাসনিক ভবনের রেজিষ্টারের কক্ষের সামনে থেকে বোমা উদ্ধার সারা জাতীকে হতবাক করেছে। সেখানে তাঁর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ভেতর থেকে বোমা উদ্ধার এক বড় ধরণের মাষ্টার প্লানেরই অংশ কিনা তা নিয়ে তাদের মনে গভীর উৎকন্ঠার সৃষ্টি করেছে।
তিনি বলেন, এই বোমা উদ্ধারের ঘটনায় এটা প্রমানিত হলো যে,বেগম জিয়ার নিরাপত্তার বিষয়ে সরকার উদাসীন অথবা অন্যকোন নীল নকশা অনুযায়ী কাজ হচ্ছে।
তিনি বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার জীবন ও নিরাপত্তার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনও গুরুতর অসুস্থ্য, তাঁর বিভিন্ন রোগের চিকিৎসা চলছে। আমি তাঁর নিরাপত্তার ব্যাবস্থা জোরালোসহ সু-চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
