মধ্যরাতের ভোটে কি দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে: রিজভী

ইসলাম টাইমস ডেস্ক: ‘বিএনপি বিদেশে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে’- ফিনল্যান্ডে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেয়া এ বক্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে মধ্যরাতে নির্বাচন হয়, ২০১৪ সালে একতরফা নির্বাচনে ১৫৩ আসনে ক্ষমতাসীনরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়, তাতে কি দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে?

শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে মধ্যরাতে নির্বাচন হয়, ২০১৪ সালে একতরফা নির্বাচনে ১৫৩ আসনে ক্ষমতাসীনরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়, তাতে কি দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে?

রিজভী বলেন, দেশ-বিদেশের সবাই জানে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনকে নিরুদ্দেশ করে গণতন্ত্রকে ধ্বংস করেছেন। প্রধানমন্ত্রী হিংসা-প্রতিহিংসার ছোবলে গণতন্ত্রের শাশ্বত বাণী মত-পথ ও আদর্শের ভিন্নতার মধ্যে ঐক্যের মিলিত সুরকে ক্ষতবিক্ষত করেছেন। তিনি দেশকে চিরস্থায়ী বিভেদ-বিভাজনের সর্বনাশা নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছেন।

পূর্ববর্তি সংবাদচকরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের
পরবর্তি সংবাদখালেদা জিয়ার মুক্তির দাবি মানে গণতন্ত্রের কবর রচনা: ইনু