মাংসে হাড্ডি বেশি দেয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত অন্তত ২০

ইসলাম টাইমস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে অন্তত এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

আজ শুক্রবার সকালে  মাংস কেনা নিয়ে উপজেলার খাঁটিহাতা ও কুট্টাপাড়া এলাকাবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে খাঁটিহাতা বিশ্বরোড মোড় বাজারে কুট্টাপাড়া এলাকার ধন মিয়া মাংস কিনতে যান। এ সময় মাংসে হাড্ডির পরিমাণ নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন। তিনি আরো জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান, সংঘর্ষের কারণে ওই এলাকায় প্রায় এক ঘণ্টা সড়ক বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পুনরায় যান চলাচল শুরু করে।

পূর্ববর্তি সংবাদকাশ্মীরের পুলওয়ামায় আবারও গোলাগুলি, নিহত ৪
পরবর্তি সংবাদচকরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের