ছয় দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ: ওবায়দুল কাদের

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগ নেতাদের শ্রদ্ধা।

ইসলাম টাইমস ডেস্ক: ঐতিহাসিক ছয় দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা স্বাধীনতার মাইল ফলক ৭ জুনকে যারা অস্বীকার করে তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়।

আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন।

কাদের বলেন, ১৯৬৬ সালের ৭ জুন বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছয় দফার ভিত্তিতেই পরবর্তী সময়ে ঊনসত্তরের গণবিস্ফোরণ এবং ১১ দফা আন্দোলন। এর পর ১৯৭০ সালের নির্বাচন ও ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ। আর এই ভাষণের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জন।

মনু মিয়াসহ যেসব শহীদ সেদিন আত্মদান করে গেছেন, তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ৭ জুনের পথ ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আর আজ আমাদের মুক্তির সংগ্রামের কাণ্ডারি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি শোষণ ও দারিদ্র্য মুক্তির মধ্য দিয়ে।

পূর্ববর্তি সংবাদনোয়াখালীর চৌমুহনীতে ভয়াবহ অগুন
পরবর্তি সংবাদকাশ্মীরের পুলওয়ামায় আবারও গোলাগুলি, নিহত ৪