ইসলাম টাইমস ডেস্ক: ভারত অধিকৃত কাশ্মিরে যে নৃশংসতা চলছে তা পশ্চিমা বিশ্বের চোখে নয়া দিল্লি’র সবচেয়ে বড় কলঙ্ক হিসেবে ধরা দিয়েছে, বলেছেন ভারতের নোবেল পুরষ্কার বিজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন।
ইন্ডিয়া টুডে পত্রিকাকে অর্থনীতিবিদ অর্মত্য সেন বলেন, এটা ভারতীত গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় কলঙ্ক। এ ব্যাপারে কোন সন্দেহ নেই।
তিনি আরো বলেন, এই অবস্থা যে একটি কলঙ্ক তার অনেক প্রমাণ আছে। বিদেশের আলোচনাগুলোতে কাশ্মির গুরুত্বের সঙ্গে স্থান পায়।
ক্যামব্রিজের সাবেক এই শিক্ষক ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক বলেন, কাশ্মিরে ভারতীয় বাহিনীর নৃশংসতার উপর সিএনএনের দীর্ঘ এক প্রতিবেদন আমি দেখেছি। ভারতের বাকি অংশের সঙ্গে কাশ্মিরিদের দৃষ্টিভঙ্গীতে ব্যাপক পার্থক্য রয়েছে। আসল কথা হলো বহু দশক ধরে আমরা একে মিসহ্যান্ডেল করেছি। এখন আরো খারাপ উপায়ে সেখানকার পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছি।
নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ বলেন, কাশ্মিরের জনগণ তাকিয়ে আছে। আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ। বিক্ষোভ দমন করতে ভয়ংকর ও সহিংস ব্যবস্থা নেয়া হচ্ছে, সংবাদপত্র নিষিদ্ধ করা হচ্ছে। এতে কাশ্মিরিরা আরো বিচ্ছিন্ন হয়ে পড়বে। এগুলো করে কাশ্মিরিদের যেভাবে শাস্তি দেয়া হচ্ছে তাতে তাদের ভারতকে আপন ভাবার কোন কারণ নেই।
