তথ্যমন্ত্রী বললেন, বঙ্গবন্ধু মেডিকেলে পাওয়া ‘বোমার’ সাথে বিএনপির সংযোগ থাকতে পারে

ইসলাম টাইমস ডেস্ক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পেট্রোল বোমা সদৃশ বোতল উদ্ধারের ঘটনার সঙ্গে খালেদা জিয়াকে ইউনাইটেড বা অন্য কোন হাসপাতালে সরানোর পরিকল্পনার যোগসূত্র রয়েছে কি-না তা খতিয়ে দেখা প্রয়োজন।

শনিবার (৮ জুন) বিকেলে চট্টগ্রাম নগরীর দেওয়াানজী পুকুর পাড়ের বাসভবনে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে তিনি এ সব কথা বলেন। এর আগে গত বৃহস্পতিবার বিএসএমএমইউ হাসপাতালের প্রশাসনিক ভবনের তৃতীয় তলার রেজিস্ট্রারের কক্ষের সামনে থেকে পেট্রোল বোমাসদৃশ একটি বোতল উদ্ধার করে শাহবাগ থানার পুলিশ।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, রিজভী সাহেব কারণে-অকারণে প্রতিদিনই সংবাদ সম্মেলন করেন। এই পেট্রোলবোমার সঙ্গে রিজভী সাহেবরাই ভালো পরিচিত। তার উদ্বিগ্ন হবার কারণ জানি না। তাদের কর্মীরাই ২০১৩, ১৪ ও ১৫ সালে পেট্রোলবোমা মানুষের ওপর নিক্ষেপ করেছে।

তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিএনপির পক্ষ থেকে সব সময় বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিবেন না বলা হচ্ছিল। একটি বিশেষ হাসপাতালের কথা তিনি এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছিল বারবার। এখন বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে যে চিকিৎসা নিতে চান না, বোমা সদৃশ্য বস্তু পাওয়া সেই পরিকল্পনারই কোন অংশ কি-না সেটি বরং খুঁজে বের করা দরকার।

পূর্ববর্তি সংবাদমুসলিম স্পেনের সেই বিখ্যাত শহর, যা কেবল ৭০ বছর টিকে ছিল
পরবর্তি সংবাদঈদের সময় হুতিদের বোমায় ইয়েমেনে ১৬ শিশু নিহত