ইসলাম টাইমস ডেস্ক: দুর্নীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ায় হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে এসেছে। দেশটির প্রেসিডেন্ট জর্জ ওয়েয়ার জন্য এটি বড় ধরনের রাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখা দিয়েছে।
গতকাল শুক্রবার লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ায় আনুমানিক ১০ হাজার মানুষ রাস্তায় এই বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীদের হাতে ‘আমরা যথেষ্ট দুর্ভোগ সহ্য করেছি’ ‘আমরা উন্নত জীবনযাত্রা চাই’ লেখা প্ল্যাকার্ড ছিল। খবর এএফপি’র।
প্রেসিডেন্ট জর্জ ওয়েয়া মাত্র ১৮ মাস আগেই একই ইস্যুতে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। এখন এটিই তার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
পশ্চিম আফ্রিকার এ দেশটি দীর্ঘদিনের গৃহযুদ্ধে বিধ্বস্ত। অর্থনীতি প্রায় ভেঙ্গে পড়েছে। অনেকেই উদ্ভুত পরিস্থিতিতে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা করছেন। তাছাড়া খাবার মজুদ করার ফলে সংকট দীর্ঘায়িত হওয়ারও আশঙ্কা করা হচ্ছে।
