ইসলাম টাইমস ডেস্ক: পাসপোর্ট না দেখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ফজল মাহমুদকে কাতার গমনের অনুমতি দেওয়ায় ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের অতিরিক্ত পুলিশ সুপার ইসমাইল হোসেন বলেন, অসচেতনতা ও সঠিকভাবে দায়িত্ব পালন না করার কারণে এসআই কামরুজ্জামানের বিরুদ্ধে আজ শনিবার এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৫ জুন রাতে ফ্লাইটে যাওয়ার আগে ফজল মাহমুদের কাছে পাসপোর্ট আছে কিনা জানতে চাওয়া হয়। তখন তিনিও ব্যাগে পাসপোর্ট থাকার কথা জানান। বিমানের পাইলট ও ক্রুরা যেহেতু নিয়মিত যাতায়াত করেন, তাই সরল বিশ্বাসে ক্রু আইডি দিয়ে পাইলট ফজল মাহমুদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা হয়। আসলে তাঁর পাসপোর্ট দেখানো উচিত ছিল। অন্যদিকে এসআই কামরুজ্জামানেরও ওই পাইলটের পাসপোর্ট দেখে ইমিগ্রেশন করানো উচিত ছিল। এই অসচেতনতার কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
