ইসলাম টাইমস ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আতাবুল ইসলাম নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ৭ জুন, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ভারতীয় কোচবিহার-১৪৩ বিএসএফ ব্যাটালিয়নের আরকেবাড়ি ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে নিয়ে যায়।
আতাবুল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ঠ্যাংঝাড়া এলাকার খোকা মিয়ার ছেলে।
রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেন, “আতাবুলকে ফেরত আনার ব্যাপারে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এখনও তাকে ফেরত দেয়নি বিএসএফ।”
