হবিগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড, আগুনে পুড়ে ছাই ১০ দোকান

ইসলাম টাইমস ডেস্ক:  হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সুতাং বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের কর্মী মাহমুদ হাসান জানান, উপজেলার সুতাং বাজারে একটি তুলার দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগুনের সূত্রপাত হয়।

মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে। এসময় একে একে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বাজারের ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পূর্ববর্তি সংবাদবিএনপি পাকিস্তানপন্থী একটি দল: হাছান মাহমুদ
পরবর্তি সংবাদমাকে বের করে বাড়ি দখল করেছেন তুরিন আফরোজ