আবারও গ্যাসের দাম বাড়ানোর ইঙ্গিত দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: ফের গ্যাসের দাম বাড়ার ইঙ্গিত পাওয়া গেছে। ঢাকা ও আশপাশের সব পুরনো গ্যাস লাইন পুনঃস্থাপন করাসহ গ্যাসের দাম বাড়ানোর কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রবিবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা ও আশপাশে অবৈধ লাইন ও পুরনো লাইন নষ্ট হয়ে গেছে। এজন্য পরিবর্তন করা হবে। পাশাপাশি গ্যাসের সব মিটার প্রি-পেইড করা হবে। তাহলে ঘরে বসে বুঝা যাবে চুরি হচ্ছে কিনা। এ সংক্রান্ত একটি প্রকল্প নেওয়া হয়েছে। এ বিষয়ে সহায়তা করার জন্য আমরা জাইকাকে অনুরোধ করেছি।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, গ্যাস ও বিদ্যুৎ বিভাগ আগের তুলনায় ভালোর দিকে যাচ্ছে। আমাদের গ্যাস আমদানিতে ১৪ হাজার কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে। এখন সামনে আরও গ্যাস কিনতে ১৪ হাজার কোটি টাকা লাগবে। এই টাকা কোথা থেকে আসবে? ফলে গ্রাহকের কাছ থেকে আগের দাম নেওয়া যাচ্ছে না। যদি সমন্বয় না করা হয় সমস্যা দেখা দেবে। এজন্য গ্যাসের দামটা সমন্বয় করা দরকার।

 

 

পূর্ববর্তি সংবাদরংপুরে বিনোদন কেন্দ্র ভিন্নজগত, সুইমিংপুলে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তি সংবাদচীনা হস্তক্ষেপের বিরুদ্ধে হংকংয়ে লাখো মানুষের বিক্ষোভ