ইসলাম টাইমস ডেস্ক: ইয়েমেনের মানবধিকার বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ঈদুল ফিতরের সময় এডেনের উত্তর পশ্চিম দিকের শহর তাইজে হুতি বিদ্রোহীদের টার্গেট করে ছুড়া বোমায় ১৬ শিশু নিহত কিংবা মারাত্নক জখমের শিকার হয়। খবর মিডল ইস্ট মনিটরের।
ইয়েমেন সরকার এক বিজ্ঞপ্তিতে আরো জানায়, তাইজ শহরের বাইরে শেল ও স্নাইপার থেকে এসব বোমা ছুড়ে মারে হুতিরা।
তাইজ শহর ২০১৫ সালের আগস্ট থেকে হুতিদের ঘেরাও করা অঞ্চলগুলো থেকে বের হওয়ার প্রধান একটি নির্গমন পথ।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাইজ শহরের বেশির ভাগ এলাকা সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে।
১৬ শিশু নিহতের ঘটনা উল্লেখ করে ইয়েমেন সরকারের পক্ষ থেকে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে হুতিদের নৈশমূলক কর্মকাণ্ড ও বোমাবাজের বিরুদ্ধে সোচ্চার হতে আহ্বান জানানো হয়।
২০১৪ সালে সৌদি আরব থেকে ইয়েমেন সংঘাতের শুরু। ৫ বছর ধরে দেশটিতে সরকার অনুগত বাহিনী ও হুতিবিদ্রোহীদের এ সংঘাত চলছে। এর মধ্যে সৌদি আরবের নেতৃত্বে আরব সেনাদের যৌথ বাহিনী লড়ে যাচ্ছে ইয়েমেন সরকারের পক্ষে। অপর দিকে অভিযোগ আছে হুতি বিদ্রোহীদের মদদ করছে ইরান।
