কারাগারে ফিলিস্তিনীদের ঈদ উদযাপন করতে  দেয়নি ইসরাইল

ইসলাম টাইমস ডেস্ক:  ফিলিস্তিনের প্রিজনারস এফেয়ার্সের চেয়ারম্যান, মেজর জেনারেল কাদরী আবু বকর ফিলিস্তিনী বন্দীদের উপর ইসরাইলী বর্বরতার নিন্দা জানিয়ে বলেছেন, ফিলিস্তিনী বন্দী নির্যাতন এক ভয়ানক রূপ ধারণ করছে। কারাগারে ফিলিস্তিনীদের বসবাসকে দুর্বিষহ করে তুলেছে ইসরাইলি বাহিনী।আশকেলন কারাগারে গত সপ্তাহে বন্দীদেরকে ঈদুল ফিতর উদযাপন করতে দেওয়া হয়নি বলেও তিনি অভিযোগ করেন।

এক বিবৃতিতে ৭ জুন আবু বকর বলেন, ইসরাইল তার সাধ্যের ভিতরে সবকিছুই করছে ফিলিস্তিনী বন্দীদের জীবন দুর্বিষহ করে তোলার জন্য। বন্দী ও বন্দীদের পরিবারের সাথে দুর্ব্যবহার যেন ইসরাইলী বাহিনী ও ইসরাইলি রাজনীতিকদের প্রতিযোগিতার বিষয় হয়ে দাড়িয়েছে।

প্রতিদিন কোনো না কোনো কারাগারে কিংবা বন্দীশিবিরে ফিলিস্তিনীদের উপর জুলুম করা হচ্ছে। কারাগারে বন্দীরা যেন স্থিরভাবে জীবন যাপন করতে না পারে সেজন্য বন্দীদেরকে এক কারাগার থেকে আরেক কারাগারে পরিবর্তন করা হচ্ছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

পূর্ববর্তি সংবাদনরসিংদীতে নিখোঁজের দুদিন পর তরুণীর লাশ উদ্ধার
পরবর্তি সংবাদহার্ট অ্যাটাক, জীবনের ভূমিকম্প সম্পর্কে সচেতন হোন