চীনা হস্তক্ষেপের বিরুদ্ধে হংকংয়ে লাখো মানুষের বিক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক: চীনের বন্দী প্রত্যার্পণের সুযোগ রেখে প্রস্তাবিত আইনের বিরুদ্ধে হংকংয়ে বিক্ষোভ করছেন লাখ লাখ মানুষ। আন্দোলনরতদের দাবি, আইনটির মাধ্যমে চীন হংকংয়ের রাজনৈতিক বিরোধীদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। খবর বিবিসির।

হংকংয়ে ২০১৪ সালের চীন বিরোধী ‘আমব্রেলা আন্দোলন’ এর পর এই বিক্ষোভই সবচেয়ে বড় হতে পারে বলে আশা করা হচ্ছে। এতে রাস্তায় নেমেছে কয়েক লাখ লোক।

বিতর্কিত প্রত্যার্পণ বিল হংকংয়ের সন্দেহভাজন অপরাধীদের বিচারের জন্য মূল ভূখণ্ড চীনে পাঠাতে অনুমোদন দেবে।

হংকংয়ের বর্তমান চীনপন্থী সরকার বলছে, আইনটিকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধে সুরক্ষা রাখা হয়েছে। হংকংয়ের নেতা ক্যারি ল্যাম জুলাইয়ের আগে এই আইন সংশোধনের জন্য চাপ দিচ্ছেন।

সমর্থকরা বলছেন, চীনের প্রধান ভূখণ্ড থেকে ধর্মীয় বা রাজনৈতিক নিপীড়নের মুখোমুখি হওয়া কাউকে রক্ষা করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে আইনে।

কিন্তু বিলটির সমালোচকরা বলেছেন, এটি পাশ হলে অনেকে চীনের ত্রুটিযুক্ত বিচার ব্যবস্থার মুখোমুখি হবে এবং শহরটির বিচারিক স্বাধীনতা আর থাকবে না।

পূর্ববর্তি সংবাদআবারও গ্যাসের দাম বাড়ানোর ইঙ্গিত দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী
পরবর্তি সংবাদফিলিপাইনে ট্রাক দুর্ঘটনায় কনেসহ নিহত ১৩