মুন্সিগঞ্জে সড়কদুর্ঘটনায় গুরুতর আহত ‍মুফতি ইমরান হোসাইন কাসেমি

হেফাজতে মুসলিমিন গজারিয়ার সভাপতি মুফতি নূরুল আলম ইসহাকী জানান, জামিয়া ইসলামিয়া কাসেমুল উলূম মাদরাসা আমিন বাজার ঢাকার মুহতামিম, বিশিষ্ট বক্তা, আবদুল হাই পাহাড়পুরী হুজুরের জামাতা মুফতি ইমরান কাসেমি প্রাইভেটকার যোগে প্রোগ্রাম শেষ করে কুমিল্লা থেকে ফিরছিলেন।

গাড়ী ভবেরচরে পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেটকারে থাকা মুফতি ইমরান কাসেমি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় সঙ্গে থাকা মুফতি নূরুল আলম ইসহাকী ও মুফতি হুমায়ুন সাইফ তাকে ভবেরচর ৫০ সজ্জা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের ডাক্তারগণ অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার কথা বলেছেন বলে জানিয়েছেন মুফতি নূরুল আল ইসহাকী। তিনি হজরতের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

পূর্ববর্তি সংবাদকৃষিমন্ত্রীর রাতারগুল প্রমোদ ভ্রমণের ছবি ভাইরাল
পরবর্তি সংবাদশ্রীলঙ্কার গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট