হেফাজতে মুসলিমিন গজারিয়ার সভাপতি মুফতি নূরুল আলম ইসহাকী জানান, জামিয়া ইসলামিয়া কাসেমুল উলূম মাদরাসা আমিন বাজার ঢাকার মুহতামিম, বিশিষ্ট বক্তা, আবদুল হাই পাহাড়পুরী হুজুরের জামাতা মুফতি ইমরান কাসেমি প্রাইভেটকার যোগে প্রোগ্রাম শেষ করে কুমিল্লা থেকে ফিরছিলেন।
গাড়ী ভবেরচরে পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেটকারে থাকা মুফতি ইমরান কাসেমি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় সঙ্গে থাকা মুফতি নূরুল আলম ইসহাকী ও মুফতি হুমায়ুন সাইফ তাকে ভবেরচর ৫০ সজ্জা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের ডাক্তারগণ অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার কথা বলেছেন বলে জানিয়েছেন মুফতি নূরুল আল ইসহাকী। তিনি হজরতের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
