ডিআইজি থেকে ঘুষ গ্রহণের অভিযোগে দুদকের পরিচালক খন্দকার এনামুল সাময়িক বরখাস্ত

ইসলাম টাইমস ডেস্ক: ৪০ লাখ টাকা ঘুষ নিয়ে তদন্তের তথ্য ফাঁস করার অভিযোগে দুদকের পরিচালক খন্দকার এনামুল বাসিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নারী নির্যাতন ও অবৈধ সম্পদ রাখার অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া ডিআইজি মিজানুর রহমানের অবৈধ সম্পদের তদন্ত শুরু করেছিল দুদক। কিন্তু এই তদন্ত করতে গিয়ে দুদকের পরিচালক খন্দকার এনামুল বাসির ৪০ লাখ টাকা ঘুষ নিয়ে তদন্তের তথ্য ফাঁস করে দেয়।

আজ সোমবার দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ সংস্থাটির কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন ।

এদিকে এনামুল বাসিরের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে কমিশনের সচিব মো. দিলওয়ার বখতকে। অন্য সদস্যরা হলেন মহাপরিচালক (লিগ্যাল) মো. মফিজুর রহমান ভূঞা এবং মহাপরিচালক (প্রশাসন) সাঈদ মাহবুব খান।

আজ সোমবার বিকেলে এই কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। তবে এই প্রতিবেদনে কি আছে সে তথ্য প্রকাশ করেননি দুদক চেয়ারম্যান। তিনি বলেন, কমিটির কাছে এনামুল বলেছেন, তিনি ঘুষ নেননি।

দুদক চেয়ারম্যান বলেন, এনামুল বাসিরের বিরুদ্ধে যে অভিযোগ সেটি অসদাচরণ। এতে দুদক বিব্রত নয়। ব্যক্তির দায় প্রতিষ্ঠানের নয়। দুদকের ৮৭৪ জন কর্মীর সততার নিশ্চয়তা কমিশন দিতে পারে না।

 

পূর্ববর্তি সংবাদবাঘাইছড়িতে চাঁদার দাবিতে পণ্যবোঝাই ট্রাকে আগুন
পরবর্তি সংবাদদুই আলোচনা সভায় যোগ দিতে ইসির যাতায়াত ব্যয়ই হল সাড়ে ৭ লাখ টাকা