ইসলাম টাইমস ডেস্ক: মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক পরিচালক জন ব্রেন্নান এক সাক্ষাতকারে বলেছেন, চাপে ফেলে কিছুতেই ইরানকে কাবু করা যাবে না। ট্রাম্প প্রশাসন তেহরানের ওপর চাপ প্রয়োগের যে নীতি অবলম্বন করেছে তা ব্যর্থ হতে বাধ্য। কারণ ইরান চাপের মুখে নতিস্বীকার করে না।
আয়ারল্যান্ড থেকে প্রকাশিত ‘দি আইরিশ টাইমস’কে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সাবেক সিআইএপ্রধান বলেন, ইরান তার আচরণে পরিবর্তন আনবে- এমন ভুল ধারণার ভিত্তিতে ওয়াশিংটন তেহরানের ওপর চাপ প্রয়োগ করছে। এটি কোনো ফল বয়ে আনবে না। কারণ ইরানে প্রতিরোধ করার সংস্কৃতি বিদ্যমান। চাপ প্রয়োগের মাধ্যমে ইরানের জনগণকে কাবু করা যায় না।
ব্রেন্নান বলেন, ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার মতো আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে তাকে আমার অপছন্দ এমনটি ভাবার কারণ নেই। বরং তার গৃহীত বেশিরভাগ পদক্ষেপ অত্যন্ত ত্রুটিপূর্ণ এবং তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের চেয়ে নিজের ব্যক্তিগত অবস্থান শক্তিশালী করাকে অগ্রাধিকার দিচ্ছেন।
