পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জারদারি গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে গ্রেফতার করা হয়েছে। দেশটির হাইকোর্টে জামিন আবেদন বাতিল হওয়ার পরই সোমবার রাজধানী ইসলামাবাদের বাসভবন থেকে অর্থপাচার ও ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের মামলায়  তাকে গ্রেফতার করা হয়। খবর ডন ও জিয়ো নিউজের।

পাকিস্তানের বাইরে টাকা পাঠানোর জন্য ভুয়া অ্যাকাউন্ট চালু রাখার অভিযোগে কমিশনের পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো সোমবারই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর তার বাড়িতে অভিযান চালায় দুর্নীতি দমন শাখার একটি দল। তার বোন ফারিয়াল তালপুরকে এখনও গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

পাকিস্তানি কর্মকর্তারা জানান, আসিফ আলি জারদারি এবং তার বোন ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে ১৫ কোটি রুপি অর্থ লেনদেন করেছেন । ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে বিলিয়ন পরিমাণ অর্থ তছরুপ সংক্রান্ত পাকিস্তান সুপ্রিম কোর্টে একটি মামলার প্রেক্ষিতে তদন্ত শুরু করে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো।

আসিফ আলি জারদারি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান। পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী জারদারি ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। পিপিপি দেশটির বর্তমান পার্লামেন্টের তৃতীয় বৃহত্তম দল।

পূর্ববর্তি সংবাদদুই আলোচনা সভায় যোগ দিতে ইসির যাতায়াত ব্যয়ই হল সাড়ে ৭ লাখ টাকা
পরবর্তি সংবাদমালিতে উপজাতিদের একগ্রামে বন্দুকধারীর গুলিতে শতাধিক লোক নিহত