ইসলাম টাইমস ডেস্ক: রাঙ্গামাটির বাঘাইছড়িতে চাঁদার দাবিতে একটি পণ্যবাহী ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের মালামাল পুড়ে অন্তত পাঁচ-ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন দেওয়ার ঘটনায় ইউপিডিএফকে দায়ী করছেন স্থানীয় ব্যবসায়ীরা
সোমবার (১০ জুন) সকালে উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কের রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে পণ্যবোঝাই ট্রাকটি স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীর মালামাল নিয়ে রাঙ্গামাটির বাঘইছড়ি উপজেলা সদরের মারিশ্যা বাজার যাচ্ছিল। পথে ভোর প্রায় সাড়ে ৬টার দিকে রাবার বাগান এলাকার রাস্তায় অস্ত্র দেখিয়ে ট্রাকটির গতিরোধ করে পাঁচ-ছয় জনের একদল সন্ত্রাসী। এ সময় মোটা অংকের চাঁদা দাবি করে তারা। চাঁদা না পেয়ে পেট্রল ছিটিয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকসহ মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
ভস্মিভূত মালামালের মালিক ব্যবসায়ী সাহাব উদ্দিন বলেন, মারিশ্যা বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে দাবি করা এককালীন চাঁদা না পেয়ে আমাদের পণ্যবাহী ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। গত প্রায় কয়েক মাস আগে মারিশ্যা বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে এককালীন চাাঁদা চেয়েছিল ইউপিডিএফ। চাঁদার পরিমাণ অনেক হওয়ায় ব্যবসায়ীরা দেননি। যে জায়গায় ট্রাকে আগুন দেওয়া হয়েছে, সেটি ইউপিডিএফ নিয়ন্ত্রিত এলাকা। আগুনে পাঁচ-ছয় লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
এ বিষয়ে মতামত নেওয়ার চেষ্টা করা হলে ইউপিডিএফের কারও সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
