মুফতি শামছুল হক চাঁদপুরীর ইন্তিকাল, বাদ যোহর জানাযা

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশের প্রখ্যাত আলমে দ্বীন, হাফেজ্জী হুজুর রহ: এর অন্যতম খলিফা মুফতি শামছুল হক চাঁদপূরী আজ ভোরে আশুলিয়ায় নিজের বাসায় ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ সোমবার বাদ যোহর আশুলিয়া চারাবাগ মাদরাসা প্রাঙ্গণে তার জানাযার নামাজ অনু্ষ্ঠিত হবে।

মুফতি শামছুল হক সাহেব (চাঁদপূরী) ছিলেন বাংলাদেশের একজন প্রবীণ আলিম। তিনি ছিলেন একাধারে মুফতি বোর্ডের সাবেক চেয়ারম্যান, হাফেজ্জী হুজুর রহ: এর অন্যতম খলিফা, মাদরাসা জামেয়া নূরীয়ার প্রধান মুফতি, বাংলাদেশ খেলাফত আন্দোলন এর মজলিসে শূরের অন্যতম সদস্য।

তার মৃত্যুতে বাংলাদেশ খেলাফত আন্দোলন এর আমীর ও সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আল্লামা জাফরুল্লা খান ও যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর আমীর মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দসহ বহু ওলামায়ে কেরাম শোক প্রকাশ করেছেন।

 

পূর্ববর্তি সংবাদঅলির বাসায় চীনা রাষ্ট্রদূতের নৈশভোজ
পরবর্তি সংবাদএবারও ঈদের নামাজ পড়ালেন মুফতি মুহাম্মদ তাকি উসমানী (ভিডিও)