হঠাৎ অসুস্থ রিজভী, দলীয় কার্যালয়ে স্যালাইন দিয়ে রাখা হয়েছে তাকে

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল রবিবার রাতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সোমবার সেখানে তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

তিনি বলেন, রবিবার রাতে হঠাৎ করে কয়েক বার বমি করেন রিজভী আহমেদ। রাতেই সিনিয়র চিকিৎসকরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এসে তাকে দেখে গেছেন। তাদের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করছেন। এখন তার স্যালাইন চলছে।

 

পূর্ববর্তি সংবাদইয়েমেনে সরকারি বাহিনীর হামলায় ১০ হুতি নিহত
পরবর্তি সংবাদদেশের শীর্ষ সেনা কর্মকর্তাকে রাক্ষুসে মাছ পিরানহা ভর্তি পুকুরে ফেলে দিলেন কিম