আশুলিয়ায় ডাকাতে ডাকাতে ‘যুদ্ধ’, নিহত ১

ইসলাম টাইমস ডেস্ক: আশুলিয়ায় ডাকাতে ডাকাতে  গোলাগুলিতে এক ডাকাত নিহত হয়েছে। গত রাত আনুমানিক ৩টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার মরাগাঙ এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে পিস্তলসহ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত ওই ডাকাত সদস্যের মরদেহ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবরে আশুলিয়া থানা পুলিশের একটি টিম মরাগাঙ এলাকায় পৌছালে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যকে মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। এসময় তাকে উদ্ধার করে দ্রুত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আশুলিয়ার  থানার অফিসার ইনচার্জ (ওসি) রিজাউল হক দিপু বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোরওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের কোনো পরিচয় সনাক্ত করা না গেলে বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তি সংবাদএথেন্সে প্রথম সরকারি মসজিদ খুলছে শিগগিরই
পরবর্তি সংবাদনিউ ইয়র্কে বহুতল ভবনের ছাদে আছড়ে পড়ে হেলিকপ্টার, নিহত ১