কাশ্মীরের কাঠুয়ায় শিশু ধর্ষণ মামলায় ৬ জনের কারাদণ্ড

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের কাঠুয়ায় আট বছর বয়সী এক শিশুকে গণধর্ষণ, নির্যাতন ও খুনের দায়ে দোষী ছয়জনের তিনজনকে যাবজ্জীবন আর তিনজনকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। খবর আনন্দ বাজার

এক সরকারি কর্মকর্তা, চার পুলিশসহ আট আসামির মধ্যে সোমবার ৬ জনকে দোষী সাব্যস্ত করেন আদালত।

গত বছরের ১০ জানুয়ারি যাযাবর মুসলিম সম্প্রদায়ের ওই শিশুটিকে অপহরণ করা হয়েছিল। তাকে কাঠুয়ার একটি মন্দিরে আটকে রেখে মাদক খাইয়ে কয়েকদিন ধরে ধর্ষণ করা হয়।

এ সময় তাকে কিছু খেতেও দেয়া হয়নি। ১৭ জানুয়ারি জঙ্গল থেকে ওই শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার মূল হোতা সাবেক সরকারি কর্মকর্তা সঞ্জি রাম, তার ছেলের বন্ধু পারভেশ কুমার ও পুলিশ দীপক খাজুরিয়াকে যাবজ্জীবন দেয়া হয়েছে। আর তিন পুলিশ কর্মকর্তাকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সাক্ষ্য-প্রমাণের অভাবে সঞ্জির ছেলেকে খালাস দিয়েছেন আদালত। এনটিভি

অর্থের অভাবে আট বছরের মেয়ে আসিফার ধর্ষণ ও হত্যা মামলার রায় শুনতে যেতে পারেনি তার পরিবার।

মামলার রায় যখন বের হয়, তখন কাশ্মীরের কাঠুয়া উপত্যকায় ভেড়া ও ছাগল চরাচ্ছিল আসিফার পরিবার। তারা জানেও না যে ওই দিন মামলার রায় দেওয়া হয়েছে।

শেষমেশ আসিফার মা যখন জানতে পারেন তার মেয়েকে ধর্ষণ ও হত্যা মামলায় ছয়জনকে সাজা দেয়া হয়েছে, কান্নায় ভেঙে পড়ে তিনি জানান, মামলার রায় শুনতে পাঞ্জাবের পাঠানকোট শহরে যাওয়ার মতো অর্থসংস্থান তাঁদের নেই। কিন্তু রায় শুনে আল্লাহর দরবারে শুকরিয়া জানান তিনি।

পূর্ববর্তি সংবাদকমিটি ভেঙে দেওয়ার প্রতিবাদে বিএনপি কার্যালয়ে ছাত্রদলের তালা
পরবর্তি সংবাদঐক্যফ্রন্টের ঐক্যবদ্ধ থাকা সরকারি দলেরও প্রত্যাশা: ওবায়দুল কাদের