ইসলাম টাইমস ডেস্ক: চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যায় কমপক্ষে ছয়জন মারা গেছেন। একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। খবর দ্য ওয়াশিংটন পোস্টের।
ভারী বর্ষণে সৃষ্ট বন্যার কারণে জিয়াংসি প্রদেশ থেকে এখন পর্যন্ত ৮৮ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।
বন্যায় প্রদেশটির শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০ হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ওই অঞ্চলের সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামোর মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে।
জিয়াংসিতে বৃষ্টিপাতের পরিমাণ ৬৮৮ মিলিমিটারে (২৭ ইঞ্চি) পৌঁছে গেছে বলে জানিয়েছে চীনের আবহাওয়া প্রশাসন। চলতি জুনে জিয়াংসি ও হুনানের কয়েকটি অংশে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে তারা।
বুধবার পর্যন্ত বৃষ্টিপাত গুয়াংডং, ফুজিয়ান, জিয়াংসি, ইয়ুনান, সিচুয়ান ও তাইওয়ান পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে জানিয়েছেন জরুরি ব্যবস্থাপনার এক কর্মকর্তা।
বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রী সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
