ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেইসবুকে স্ট্যাটাস, চবি কর্মচারী আটক

ইসলাম টাইমস ডেস্ক: ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক কর্মচারীকে আটক করা হয়েছে। আটক নিবারন বড়ুয়া বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখায় কর্মরত ছিলেন।

সোমবার ক্যাম্পাস থেকে পুলিশ তাকে আটক করে বলে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মশিউর রহমান বাদী হয়ে গত ২৯ মে নিবারণ বড়ুয়ার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে ( আইসিটি) মামলা করেছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।”

এর আগে গত ২৯ মে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও বঙ্গবন্ধু পরিষদ চবি শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান বাদী হয়ে হাটহাজারী থানায় ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।

 

পূর্ববর্তি সংবাদনিউ ইয়র্কে বহুতল ভবনের ছাদে আছড়ে পড়ে হেলিকপ্টার, নিহত ১
পরবর্তি সংবাদশুরু হচ্ছে চলতি সংসদের প্রথম বাজেট অধিবেশন