পর্দা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দায় যা বললেন আলেমগণ

ইসলাম টাইমস ডেস্ক: সম্প্রতি পর্দা নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য “হাত মোজা, পা মোজা, নাক-চোখ ঢেকে, একেবারে, এটা কী? জীবন্ত ট্যান্ট (তাবু) হয়ে ঘুরে বেড়ানো; এর তো কোনো মানে হয় না।” এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল আলেমগণ।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, পর্দানশীন নারীদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য ও হেয় প্রতিপন্ন করে প্রধানমন্ত্রীর বক্তব্য গণমানুষের হৃদয়কে ক্ষত-বিক্ষত করেছে। ইভটিজিং, ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে শালীন পোষাকের প্রতি উদ্বুদ্ধ না করে খাছ পর্দানশীন নারীদের মোজা ও নেকাব নিয়ে এই কটুক্তি দেশকে আরো অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেবে। ইসলামের পক্ষে ইতিপূর্বে প্রদত্ত তার বক্তব্য ও কাজগুলো এমনকি পবিত্র রমজানে উমরাকালে তার বোরকা ও হিজাব পরিধান জাতির কাছে এখন প্রশ্নবিদ্ধ হয়ে দাড়িয়েছে। পর্দানশীন নারীদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য মূলক বক্তব্য প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি তিনি আহবান জানান।

আজ (১১ জুন) সকালে রাজধানীর কামরাঙ্গীরচরে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, শরীয়তের অন্যতম বিধান পর্দা। হাত-পা ও মুখ ঢেকে রাখা খাছ পর্দানশীন নারীদের পোষাক। প্রধানমন্ত্রীর মত একজন জাতীয় অভিভাবক হিসেবে এধরণের বক্তব্য মানায় না। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতি আরো দায়িত্বশীল বক্তব্য কামনা করে।

পূর্ববর্তি সংবাদশুরু হলো জাতীয় সংসদের বাজেট অধিবেশন
পরবর্তি সংবাদশিক্ষাবর্ষের শুরুতে: তালিবুল ইলমদের উদ্দেশ্যে তিনটি কথা