ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বদর যুদ্ধ ও উহুদ যুদ্ধ নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রসিদ্ধ আলেমে দ্বীন মুফতি মুহাম্মদ তাকী উসমানী।
সামাজিক যোগযোগ মাধ্যম টুইটারে দেওয়া বক্তব্যে মুফতী তাকী উসমানী বলেন, উহুদ যুদ্ধে তীরন্দাজ বাহিনীর টিলার দিক থেকে সরে যাওয়া ছিল একটি এজতেহাদী ভুল। এই ভুলের জন্যে তাদেরকে নাফরমান বলা এবং তাদের শানে লুটতরাজের শব্দ ব্যবহার করা চরম বেআদবী।
جنگ احد میں تیر انداز دستے کا ٹیلے سے ہٹ جانا ایک اجتہادی لغزش تھی وہ حضرات یہ سمجھے تھے کہ دشمن بھاگ چکا ہے اور جنگ ختم ہوگئی ہے اس لئے ھمارا یہاں کھڑا رھنا ضروری نہیں ہے اسے جانی بوجھی نافرمانی نہیں کہا جاسکتا اور اسکے لئے لوٹ مار کا لفظ استعمال کرنا بھی بے ادبی ہے
— Muhammad Taqi Usmani (@muftitaqiusmani) June 12, 2019
মুফতি তাকী উসমানী আরও বলেন, বদর যুদ্ধে সাহাবায়ে কেরাম ৩১৩জন ছাড়া সবাই ভয় পেয়ে গিয়েছিলেন- প্রধানমন্ত্রীর এহেন বক্তব্য চরম মূর্খতা প্রসূত।
‘বরং প্রকৃত ঘটনা হল, হযরত কাব র. বলেন, বদর যুদ্ধের সিদ্ধান্ত এত দ্রুততার সাথে হয়েছে যে অনেক সাহাবী যুদ্ধের কথা জানতেই পারেননি,’ যোগ করেন মুফতি তাকি উসমানী।
وزیراعظم صاحب کایہ کہنا کہ جنگ بدر میں صرف ۳۱۳ صحابہ شریک ہوے باقی ڈر گئے انتہائی ناواقفیت ہے حضرت کعب رضی اللہ تعالی عنہ صاف فرماتے ہیں کہ قافلے کا پیچھا کرنے کا فیصلہ جلدی میں ہوا تھا اس لئے بہت سے صحابہ کو اطلاع نہ ہوسکی اور وہ شریک نہ ہوسکے اسے بزدلی سمجھنا بڑا ظلم ہے
— Muhammad Taqi Usmani (@muftitaqiusmani) June 12, 2019
ইমরান খানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের আরেক প্রসিদ্ধ আলেম যাহেদ রাশেদীও বক্তব্য দিয়েছেন।
ইমরান খান কি ইদানীং নেযামুদ্দিনে গেছিল না কি? সে-ও তো দেখছি 'আমির' সাবের মতো ইজতিহাদী বয়ান দিতে শুরু করেছে![ইমরান খানের ২০ সেকেন্ডের ভিডিও। কমেন্টে আছে আল্লামা তাকী উসমানির প্রতিবাদী টুইটের নিউজ লিংক আর আল্লামা যাহেদ রাশেদীর প্রতিবাদী ভিডিও লিংক]
Posted by Sharif Muhammad on Wednesday, June 12, 2019
