কেরানীগঞ্জে বাস খাদে পড়ে আহত ১৪

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জ উপজেলার নাজিরেরবাগ এলাকায় ডিএম পরিবহনের যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১৪ জন যাত্রী আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সাইদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী  ইমতিয়াজ হোসেন জানান, ঢাকা-মাওয়া মহাসড়ক সংযোগ সড়ক দিয়ে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থেকে ঢাকার দিকে যাচ্ছিল  যাত্রীবাহী বাসটি। দুপুর সাড়ে ১২টার দিকে নাজিরেরবাগ এলাকায় ঝিলমিল আবাসন প্রকল্পের সামনে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পাঁচ থেকে সাত ফুট নিচের খাদে পড়ে যায়। এ সময় তিনি ও তাঁর ভাগনে ইলিয়াস আলী (২৩) আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সাইদুল আলম চৌধুরী জানান, বেলা পৌনে একটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আহত ব্যক্তিদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয়।

পূর্ববর্তি সংবাদকাল সাতদিনের সফরে তাজিকিস্তান ও উজবেকিস্তানে যাচ্ছেন রাষ্ট্রপতি
পরবর্তি সংবাদসৌদির বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নারী ও শিশুসহ আহত ২৬