দাঁতের চিকিৎসা শেষে কেবিনে ফিরলেন খালেদা জিয়া

ইসলাম টাইমস ডেস্ক: দাঁতের চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দন্তবিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে ৬২১ নম্বর কেবিনে নেওয়া হয়।

 

এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার বেলা ১টা ৫ মিনিটে বিএসএমএমইউর ৬২১ নম্বর কেবিন থেকে খালেদা জিয়াকে দন্ত বিভাগে নেওয়া হয়। দন্ত বিভাগে তিনি ৪৫ মিনিট ছিলেন। বেলা পৌনে ২টায় বিএসএমএমইউর একটি মাইক্রোবাসে করে তাকে কেবিন ব্লকে আনা হয়।

গত ২৫ মার্চ বেগম খালেদা জিয়াকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য বিএসএমএমইউ-তে ভর্তি করা হয়। খালেদা জিয়া আর্থাইটিস ও ডায়াবেটিসের সমস্যাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন।

পূর্ববর্তি সংবাদরোহিঙ্গা শিবিরে মুসলমানরা নয়, মানবতা লাঞ্ছিত হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদভূমধ্যসাগরে ১২ দিন ধরে আটকা ৬৪ বাংলাদেশি