ভূমধ্যসাগরে ১২ দিন ধরে আটকা ৬৪ বাংলাদেশি

ইসলাম টাইমস ডেস্ক: ৭৫অভিবাসী অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে তিউনিসিয়া উপকূলে আটকা পড়েছেন। যাদের মধ্যে ৬৪ জনই বাংলাদেশি।

মিসরের একটি নৌকা তিউনিসিয়ার সমুদ্রসীমা থেকে এসব অভিবাসীকে উদ্ধার করলেও তাদের গ্রহণ করতে কেউ রাজি হচ্ছে না বলে জানিয়েছে রয়টার্স।

খবরে বলা হয়, এই ৭৫ অভিবাসী গত ১২ দিন তিউনিসিয়ার উপকূলীয় এলাকা জার্জিস থেকে ২৫ কিলোমিটার দূরে  সমুদ্রে আটকা পড়ে আছেন। বাংলাদেশি ছাড়াও আটকা পড়া অন্যান্য দেশের মধ্যে মরক্কো, সুদান ও মিসরের নাগরিক রয়েছেন।

সমুদ্রে এতদিন থাকার ফলে অভিবাসীদের অবস্থা খুবই শোচনীয় বলে জানিয়েছেন রেড ক্রিসেন্ট কর্মকর্তা মংগি স্লিম। তাদের চিকিৎসাসেবা দিতে ইতিমধ্যে রেড ক্রিসেন্টের চিকিৎসকরা সেখানে পৌঁছেছেন। তবে খাদ্য, চিকিৎসাসহ সব ধরনের সাহায্য নিতে কয়েকজন অস্বীকৃতি জানায় বলে রেড ক্রিসেন্ট কর্মকর্তারা জানিয়েছেন।

পূর্ববর্তি সংবাদদাঁতের চিকিৎসা শেষে কেবিনে ফিরলেন খালেদা জিয়া
পরবর্তি সংবাদকাল সাতদিনের সফরে তাজিকিস্তান ও উজবেকিস্তানে যাচ্ছেন রাষ্ট্রপতি