রোহিঙ্গা শিবিরে মুসলমানরা নয়, মানবতা লাঞ্ছিত হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে বার বার আশ্বাস দিলেও তা মোটেই বাস্তবায়ন করছে না মিয়ানমার বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বন্ধুপ্রতিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখানে মুসলমানরা নয়, মানবতা লাঞ্ছিত হচ্ছে। আপনাদের যদি মানবতার প্রতি দরদ থাকে তাহলে মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নিন।’

আজ বুধবার (১২ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রোহিঙ্গা ইস্যুতে বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ছয় মাস আগে মিয়ানমার ব্রিফিং করে বলেছিল সব ঠিকঠাক করে দেবে। কিন্তু গত মাসের বৈঠকে দেখা গেলো, নতুন কোনও অগ্রগতি হয়নি। এখন পর্যন্ত একজন রোহিঙ্গা, এমনকি নো-ম্যানস ল্যান্ডে যারা আছেন তারাও ফেরত যায়নি। তাদের এমন ডাহা মিথ্যা কথা কতক্ষণ সহ্য করা যায়?’

এসময় রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে না নিলে মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বন্ধুপ্রতিম দেশগুলোর প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সম্প্রতি মিয়ানমারের মন্ত্রী জাপানে ফিউচার অব এশিয়া ইভেন্টে বলেছিলেন, “বাংলাদেশ থেকে রোহিঙ্গা যাচ্ছে না, এর জন্য দায়ী তারাই।” কিন্তু সত্যি কথা হচ্ছে, মিয়ানমার বার বার কথা দিয়েও কথা রাখছে না। ’
আব্দুল মোমেন বলেন, ‘রাখাইনের ৮০০ গ্রামের মধ্যে দুটো গ্রামের ওপর স্টাডি করা হয়েছে। সেটিও মিয়ানমার করিয়েছে আফিয়ানের মাধ্যমে। মাত্র দুটি গ্রামের ওপরে স্টাডি করে তারা বলছে, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সব ব্যবস্থা খুব ভালো করেছে। কিন্তু প্রকৃতপক্ষে মিয়ানমার কথা রাখেনি।’

পূর্ববর্তি সংবাদডিআইজি-দুদক পরিচালকের ঘুষ লেনদেনের কারণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদদাঁতের চিকিৎসা শেষে কেবিনে ফিরলেন খালেদা জিয়া