ইসলাম টাইমস ডেস্ক: পৃথিবী-পৃষ্ঠের চারভাগের তিন ভাগই সমুদ্র। তার গভীরে লুকিয়ে আছে বিচিত্র এক পৃথিবী। বিজ্ঞানীরা বলছেন, মানুষের কর্মকাণ্ডের কারণে পানির তলায় বিচিত্র এই জগৎ হুমকির মুখে পড়েছে।
সেই পৃথিবী বিস্ময় আর অপার শোভা দিয়ে ভরা।
সমুদ্রের নীচে প্রায় দুই লাখ প্রজাতির খোঁজ পাওয়া গেছে। কিন্তু বিজ্ঞানীদের ধারণা পানির নীচে আছে লাখ লাখ প্রজাতি।
পৃথিবীর চার ভাগের তিন ভাগই সমুদ্র। এ গ্রহে যত পানি আছে তার ৯৭/% পানি সমুদ্রে।
আছে উষ্ঞ মণ্ডলীয় সাগরের গ্রেট ব্যারিয়ার রিফ থেকে আর্কটিক সাগরের বরফশীল পানি। আছে বিরল প্রজাতির ঘোস্ট শার্ক এবং ডাম্বো অক্টোপাস।
কিন্তু ৮০ % ভাগ সমুদ্র মানুষের কর্মকাণ্ডে আক্রান্ত হয়েছে। জরিপে দেখা যায়, প্রতি বছর আশি লাখ টন প্লাস্টিক সমুদ্রে ফেলা হয়।
তাই আসুন, আমরা পরিবেশকে দূষণ মুক্ত রাখি।
বিবিসি অবলম্বনে
