১০ বছরে সড়কে প্রাণ গেলো ২৫ হাজার ৫২৬ জনের: সংসদে সেতুমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত দশ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৫ হাজার ৫২৬ জন। এছাড়া আহত হয়েছেন ১৯ হাজার ৭৬৩ জন।

আজ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিএনপি’র সংসদ সদস্য মো. হারুনুর রশীদের (চাঁপাইনবাবগঞ্জ-৩) প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

২০০৯ সাল থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত সময়ে এই হতাহতের ঘটনা ঘটে।

এই সংসদ সদস্যের অপর এক প্রশ্নে মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনার কারণ সম্পর্কে বিআরটিএ ও এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট (এআরআই) বুয়েট কতিপয় কারণ নির্ণয় করেছে। এরমধ্যে রয়েছে- পথচারীসহ সড়ক ব্যবহারকারীদের যথাযথ সচেতনতার অভাব, যানবাহনের চালকগণের দক্ষতার অভাব। আইন অমান্য করারা প্রবণতা ও আইনের যথাযথ প্রয়োগের অভাব। সড়ক দুর্ঘটনায় যে মানুষ মারা যাচ্ছে তার উল্লেখযোগ্য কারণ হচ্ছে ওভারলোডিং, ওভারটেকিং, যান্ত্রিকত্রুটি, যাত্রীদের অসচেতনতা, চালকদের ট্রাফিক সাইন না মানা, এক নাগাড়ে পাঁচ ঘণ্টার বেশি গাড়ি চালানো।

পূর্ববর্তি সংবাদপর্দা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য মুসলমানদের জন্য অবমাননাকর: জমিয়ত
পরবর্তি সংবাদসালমান আওদার কী দোষ: ছেলের আকুতিভরা টুইট